সহজ উত্তর, না। Uk তে Limited কোম্পানি খোলার ক্ষেত্রে UK citizen বা resident হওয়ার কোন বাধ্যবাধকতা নেই। আপনি বাংলাদেশ থেকে সহজেই একটি UK LTD ফর্ম করতে পারবেন।
Legal structure এর ভিত্তিতে UK LTD এবং US LLC এক হলেও taxation, regulatory compliance ইত্যাদির ভিত্তিতে এই দুটি structure এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে । আপনার ব্যবসায়ের ধরণ এবং requirements, target market ইত্যাদি’র উপর ভিত্তি করে সাধারণত সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনটি আপনার জন্য perfect।
আপনি যদি UK-based clients target করেন অথবা প্রাথমিকভাবে আপনার ব্যবসায় UK তে operate করতে চান সেক্ষেত্রে আপনার UK LTD ফর্ম করাটাই যুক্তিযুক্ত । অন্যদিকে, global needs এবং flexibility-র দিক থেকে US LLC বেশ adaptable।
না । আমরা PayPal/Stripe ইত্যাদি account setup এ সহায়তা করলেও account এর স্থায়িত্ব সম্পুর্ণভাবে payment gateways এর Terms এবং আপনার ব্যবসায়ের activity র উপর নির্ভরশীল।
সাধারণত কোন business transaction বা activity (যেমনঃ Forex Trading ও Binary Option, Online Gambling এবং Betting, ইত্যাদি) যদি PayPal/Stripe দ্বারা High-risk অথবা Non-compliant হিসেবে চিহ্নিত হয়; সেক্ষেত্রে account suspend হয়ে যেতে পারে ।
আমাদের Comprehensive compliance package আপনার UK Companyর যাবতীয় annual tax compliance এর requirements পূরণ করবে। প্যাকেজটিতে রয়েছেঃ
মাত্র $349 এর এই প্যাকেজটি আপনার company’র annual tax file এবং submission cover করবে, শুধুমাত্র যদি বছরে আপনার turnover হয় £20,000 । যদি আপনার annual turnover £20,000 এর বেশী হয় সেক্ষেত্রে অতিরিক্ত ফি প্রযোজ্য ।
জি । Virtual address মূলত mail handling service অফার করে থাকে যার মাধ্যমে আপনি documents আপনার preferred location এ পাঠাতে পারবেন ও সহজে অনলাইনে আপনার dashboard থেকে access করতে পারবেন ।
তাছাড়াও আপনি যে সকল সুবিধা পাবেনঃ
Rocket Wave এর সাথে company formation এর মাধ্যমে আপনার ব্যবসায় সবসময় compliant থাকবে। আমাদের platform এর মাধ্যমে আমরা আপনাকে timely notification এবং alert আপনার dashboard এবং email এ প্রদান করব।
আমাদের কেবল নিম্নলিখিত তথ্যাদি প্রদান করলেই আমরা কাজ শুরু করতে পারবঃ
অবশ্যই। আপনার Uk Ltd এর তথ্য ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ থেকে আপনি Business PayPal/Stripe ইত্যাদি account সহজেই open করতে পারবেন ।
*যুক্তিযুক্ত ভাবেই আমরা Bank account approval এর গ্যারান্টি দিতে পারিনা । এই সিদ্ধান্ত শুধুমাত্র ব্যাংকই নিতে পারে।
UK Company’র compliance maintain করতে আপনার সাধারণত দুই ধরণের address manage করতে হবে । তা হলঃ
আমাদের registered business address renewal ($159) প্যাকেজ এর মাধ্যমে আপনি সহজেই এটি manage করতে পারবেন । যদিও, document accessibility, privacy এবং সুবিধার ভিত্তিতে, virtual address এ upgrade করাটাই recommended ।
আপনার UK virtual address এ কোন documents আসামাত্র সেটির scanned copy আপনার rocketwave এর user dashboard এ আসবে । পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি সহজেই documents আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারবেন ।